মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কর্মীর তুলনায় মাথাপিছু রেমিট্যান্স কম

মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, কর্মীর দক্ষতার দিকে আমাদের বিশেষ নজর দেওয়া দরকার। আমরা অনেক লোক পাঠাচ্ছি, কিন্তু সে তুলনায় মাথাপিছু রেমিট্যান্স খুবই কম। অনেক দেশ কম লোক পাঠিয়ে এর চেয়ে বেশি রেমিট্যান্স নিতে পারে। আমরা কেন পারছি না, আমি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে বলব এদিকে একটু অগ্রাধিকার দিয়ে এখানে কিছু এনগেজমেন্ট বাড়ানোর জন্য। তাতে রাতারাতি কোনো পরিবর্তন না হলেও ওই পথে যেন আমাদের যাত্রা হয়। গতকাল প্রবাসীকল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, আইওএম বাংলাদেশের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ ও বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন।

সর্বশেষ খবর