বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিষেধাজ্ঞা দিয়ে গণ আন্দোলন দমন করা যাবে না

১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ সরকারের হুকুম তামিল করে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না। তারা বলেন, গত ১৫ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ২৮ অক্টোবর থেকে আরও বেপরোয়া হয়ে সারা দেশে গণগ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ও হরতাল সমর্থনে গতকাল ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ এসব কথা বলেন। জাগপা সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান সম্প্রতি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের ‘এক রাতে বিএনপির সব নেতা-কর্মীর মুক্তি দেওয়া হবে’ প্রসঙ্গ এনে বলেন, আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী আদালতে এখন বিচার হয় না শুধু গণভবনের নির্দেশ পালন করা হয়! তা না হলে আদালত থেকে কারাগারে প্রেরণ করা নেতাদের এক রাতে মুক্তি দিতে পারে কোন আদালত? আজ দেশের আইন-আদালত আওয়ামী লীগের হাতে জিম্মি। এ সময় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খানসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর