বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

-প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার দাবি জানিয়েছেন প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালে চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নির্বাচন ঘিরে কালো টাকার মালিকরা ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত দলের সভায় এ আহ্বান জানান সাবেক এ সংসদ সদস্য।

এম এ আউয়াল আরও বলেন, ছোট ছোট দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ও তাদের স্বতন্ত্র প্রার্থীরা নিয়ম মেনে চলছেন না। সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরছেন। এ বিষয়ে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। জোটের মনোনীত প্রার্থীদের আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে নিজ নিজ এলাকায় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর