শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হতে হয়। যথাসময়ে নির্বাচন না হলে দেশে নানা জটিলতা দেখা দিতে পারে। বিএনপি যদি নির্বাচনে থাকত তাহলে ভালো হতো। কিন্তু তারা নির্বাচনের ট্রেনে উঠতে আগ্রহী নয়। তারা নির্বাচনে না এসে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। গতকাল চট্টগ্রামের কর্ণফুলী আইয়ুব বিবি কলেজ মাঠে চরপাথরঘাটায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণ বিএনপির আন্দোলন এবং হরতালে সাড়া দিচ্ছে না; তাই তারা এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। যে দলের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে সে দলের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে তারা!

সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রণি, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর