সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটে বাধা বা হুমকি দিলে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে

-রাশেদা সুলতানা

নওগাঁ প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোট দিতে বাধা দিলে কিংবা হুমকি-ধমকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। সবাই সহযোগিতা করলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হবে। গতকাল বিকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিসাইডিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, আমাদের কাছে অভিযোগ আসুক না আসুক নির্বাচনি অনুসন্ধানী কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এলাকা ঘুরে ঘুরে ব্যবস্থা নিচ্ছেন।

 তিনি বলেন, সাংবাদিকরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পরবেন- এরকম চিন্তা করেই নীতিমালা তৈরি হয়েছে।

জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী পুলিশের ডিআইজি আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর