সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দেবে : নূর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দেশে গণতন্ত্র, সুশাসন না থাকলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং শ্রমিক ও নাগরিক অধিকার থাকবে না। গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ-আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দেবে। যার ভুক্তভোগী হবে দেশের জনগণ। গতকাল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। সমাবেশে নূর বলেন, সিপিডি, জিএফআই-এর গবেষণা প্রতিবেদন বলছে, আমাদের ব্যাংকিং খাতে সুশাসন নেই। অর্থনৈতিক খাত দুর্বৃত্তদের দখলে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিতের কথা বলছে। এগুলো নিশ্চিত করা না হলে নিষেধাজ্ঞার রাজনীতিতে দেশের জনগণ ভুক্তভোগী হবে। তাই সরকারের প্রতি আহ্বান, এখনো সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে রক্ষা করুন।

সর্বশেষ খবর