বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশ বাঁচাতে সুষ্ঠু নির্বাচন করতে হবে

------- ইসি হাবিব

পিরোজপুর প্রতিনিধি

দেশ বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা দরকার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। গতকাল দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নেতৃবৃন্দ চেয়ে আছেন, সরকার চেয়ে আছেন, পৃথিবীব্যাপী অনেক বড় বড় দেশ চেয়ে আছে।

আমাদের দেশকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সে কারণে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের কাছে কারও কোনো ছাড় নেই। অনেকে চাপের কথ বলে, কোনো চাপ নেই। শুধুমাত্র বিবেকের চাপ আছে, ইমানের চাপ আছে। সব প্রার্থীদের সমানভাবে দেখতে হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, লেভেল প্লেইং এবং জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে। একটা যদি জাল ভোট পড়ে প্রমাণসাপেক্ষে সেই কেন্দ্র বন্ধ হবে। যেখানেই জাল ভোট পড়বে সেখানে প্রিসাইডিং অফিসার, পেলিং অফিসার ও এজেন্ট থাকবে তারা সবাই চাকরিচূত হবেন। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচারণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছেন। বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।

সর্বশেষ খবর