বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

উত্তরায় হচ্ছে ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় নির্মাণ করা হচ্ছে ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল। বিশেষায়িত এ হাসপাতাল প্রতিষ্ঠা করতে ল্যাবএইড গ্রুপ ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ল্যাবএইড গ্রুপ জানায়, আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান। দেশের কোনো স্বাস্থ্যসেবা খাতে এবারই প্রথম তারা সরাসরি অর্থায়ন করছে। ২০২৬ সাল নাগাদ হাসপাতালটি চালু করা হবে। হাসপাতালে থাকবে ১০০ বিশেষায়িত শয্যা এবং ২৪ ঘণ্টা জরুরি সেবা। আরও থাকবে কার্ডিয়াক ক্যাথ ল্যাব, সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিট। প্রস্তাবিত এ অত্যাধুনিক হাসপাতালটি চালু হলে রাজধানীর উত্তরা ও তার আশপাশের বাসিন্দাদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসার এক দুয়ার খুলে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

সর্বশেষ খবর