রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেট্রোর সব স্টেশন চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে আজ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু হতে যাচ্ছে। চলাচলের সময় বাড়ানো না হলেও বিদ্যমান সময়ে সব স্টেশনে ট্রেন থামবে। এদিকে ইংরেজি বর্ষবরণ উদযাপন উপলক্ষে রাতে ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য জানান।

 জানা গেছে, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রো চলছে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এদিকে আজ রাতে ইংরেজি বর্ষবরণ উদযাপন উপলক্ষে এমআরটি লাইন ৬-এর উভয় পাশে ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের ঘুড়ি, ফানুসসহ যে কোনো বিনোদনসামগ্রী ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে।

সর্বশেষ খবর