রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের নামে লুটপাট চলছে

-প্রগতিশীল জাতীয়তাবাদী দল

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে লুটপাট চলছে। তিনি বলেন, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর গণতন্ত্র বন্দি করে একতরফাভাবে ভোটবিহীন ১৫৩ জন সংসদ সদস্য সিলেকশন করে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছিল। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষকে অর্ধাহারে-অনাহারে রেখে দেশের অর্থ বিদেশে পাচার করা হচ্ছে। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর আহ্বায়ক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহাসচিব আহমেদুর রহমান খোকন, কেন্দ্রীয় নেতা মাহাবুব রব, টি এম কামরুল হাসান হৃদয়, সিরাজুল ইসলাম সিরাজ, এম এ আরিফ, নাসিম আক্তার, শফিকুল ইসলাম শফিক, মাহমুদুল্লাহ হোসেন।

সভায় আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে সব দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর