রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইশতেহারে ধর্মীয় শিক্ষার প্রতিশ্রুতি না থাকা হতাশাজনক

-কওমি মাদরাসা শিক্ষক পরিষদ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে ধর্মীয় শিক্ষা বিষয়ে কোনো বক্তব্য ও প্রতিশ্রুতি না আসায় ইসলামপ্রিয় জনতা হতাশ বলে মন্তব্য করেছেন কওমি মাদরাসার শিক্ষকদের সংগঠন কওমি মাদরাসা শিক্ষক পরিষদ। গতকাল এক বিবৃতিতে পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা এসব কথা বলেন। তিনি বলেন, দেশের কয়েকটি বড় রাজনৈতিক দল ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দল তাদের নির্বাচনি ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও নির্বাচনি ইশতেহার পেশ করেছে। ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ।

 মুসলমান শিক্ষার্থীর জন্য শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি না দেওয়ায় পুরো জাতি হতাশ। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেশের সব রাজনৈতিক দলের প্রতি নির্বাচনি ইশতেহারে সুস্পষ্টভাবে পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর