রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নীলনকশার নির্বাচন করা অপরিণামদর্শী সিদ্ধান্ত : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন বর্জন করাও জনগণের সাংবিধানিক অধিকার। জনআকাক্সক্ষার তোয়াক্কা না করে নির্বাচনের নামে দস্তুরমতো তামাশা করা হচ্ছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার এ নীলনকশার নির্বাচন করা সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত। গতকাল পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এ সব কথা বলেন। বক্তব্য রাখেন জমিয়ত সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার প্রমুখ।

 মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বক্তারা আরও বলেন, তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারা বলেন, ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন করতে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। বিবেকবান ও দেশপ্রেমিক জনতা এ নির্বাচনে কোনোভাবেই সহায়তা করতে প্রস্তুত নয়।

সর্বশেষ খবর