বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভিতরে ভিতরে ষড়যন্ত্রের খবর পাচ্ছি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামায়াত এখন নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করছে। বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কথা কি না বলার সুযোগ নেই। খবর পাচ্ছি, তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রম অধিকার লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই সরকারের প্রতি অ্যামনেস্টির একটা বৈরী মনোভাব রয়েছে। টিআইবি ও সুজনের ভূমিকাও একসূত্রে গাঁথা। নির্বাচনে ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন সংবাদকর্মীও আসবেন। ৫ জানুয়ারি সকাল ৮টায় কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হবে।

 

সর্বশেষ খবর