শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘ফেনী সদরের এমপি নিজাম হাজারীর এ বাগানবাড়ির কথা হলফনামায় নেই’-এ প্রদর্শিত ছবি ও ‘হলফনামায় নয়ছয় গোপনীয়তা’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমার দাখিলীয় হলফনামায় প্রদর্শিত ৪ নম্বর পাতার (খ) দফায় স্থাবর সম্পদ বিবরণীতে ২ ও ৪ নম্বর ক্রমিকে সব তথ্য প্রদর্শন করা হয়েছে। দাখিলীয় হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের ১০-বি সংযুক্ত করেছি। ওই আয়কর রিটার্নের ১০-বিতে আমার ও আমার স্ত্রীর সব স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণসহ হিসাব দেওয়া আছে। আমি আমার দাখিলীয় হলফনামায় কোনো তথ্য গোপন করিনি। প্রকাশিত সংবাদটি ভুল তথ্যের ভিত্তিতে তৈরি বলে দাবি করেছেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য : হলফনামায় তিনি কোনো বাগানবাড়ির কথা উল্লেখ করেননি। নিজের নামে দুটি ছয় তলা ভবন, একটি দ্বিতল ভবন এবং স্ত্রীর নামে একটি পাঁচ তলা ভবন ও দুটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন। দৃশ্যমান চার তলা বাগানবাড়ি সম্পর্কে তিনি কোনো কিছুই নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেননি। প্রতিবেদনটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার তথ্যের আলোকে তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর