রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ নির্বাচনে সংকট আরও তীব্র হবে

সমমনা ইসলামী দলসমূহ

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন জাতির সঙ্গে প্রহসন ও উপহাস। ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবি উপেক্ষা করা হয়েছে। গতকাল পল্টনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জমিয়ত সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালুদ্দিন আহমদ প্রমুখ।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, জমিয়তের মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, পাতানো এই নির্বাচনে কারা কারা বিজয়ী হবেন তাদের তালিকা ইতোমধ্যেই গণভবনে তৈরি হয়ে আছে। এই নির্বাচনে ভোট দেওয়া আর না দেওয়া দুটিই সমান।

সর্বশেষ খবর