সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অনিয়মে সাত কেন্দ্রের ভোট বাতিল

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোর করে ব্যালট পেপারে সিল দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নরসিংদী ও নারায়ণগঞ্জের পাঁচটি কেন্দ্রের ভোট বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এ ছাড়া মোট ১৪০ কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় গ্রেফতার হয়েছে ৪২ জন। গতকাল সকাল ৮টায় ভোট শুরুর পরপরই নরসিংদী-৪ আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয় বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম জানান। এ ছাড়া বেলা আড়াইটায় নরসিংদী-৩ আসনের শিবপুর উপজেলার দুলালপুর ফাজিল মাদরাসা ও ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা বলেন, ব্যালটপেপার ছিনতাই, কেন্দ্রে হামলা ও দুলালপুর ফাজিল মাদরাসার কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল হাসানকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

 একই সঙ্গে বাতিল করা হয়েছে ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটিও। এ ছাড়া সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোট গ্রহণ বাতিল করা হয় বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সামনে ব্যালট বাক্স ভাঙচুর করার কারণে ওই বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র দুটির ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।

সর্বশেষ খবর