সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাবেক ১০ বিএনপি নেতার মধ্যে মাত্র দুজন বিজয়ী

জিতলেন কল্যাণ পার্টির জেনারেল (অব.) ইবরাহিম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি থেকে বহিষ্কৃত ও দলের সাবেক ১০ জন নেতার মধ্যে মাত্র দুজন বিজয়ী হয়েছেন। এরা হলেন- ঝালকাঠি-১ আসন থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সৈয়দ এ কে একরামুজ্জামান। বাকি আটজনই পরাজিত হয়েছেন। আর জোট ছেড়ে যাওয়া কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জয়লাভ করেছেন।      

কুমিল্লা-৫ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ পরাজিত হন। বগুড়ায় তিন আসনে বিএনপির তিনজন বহিষ্কৃত নেতা অংশ নিয়েছেন। তিনজনই পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা, বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাবেক জেলা মহিলাবিষয়ক সম্পাদিকা বিউটি বেগম ও বগুড়া-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ শোকরানা। কিশোরগঞ্জ-২ আসনে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। সিলেট-১ আসন থেকে সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পরাজিত হন। নারয়াণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সোনালী আঁশ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল বিএনপির মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পরাজিত হন। মুন্সীগঞ্জ-১ আসনে মাহি বি. চৌধুরী কুলা মার্কায় বিকল্পধারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।  

সর্বশেষ খবর