মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আবদুল মঈন খান

জনগণ চায় ভোটে নির্বাচিত সরকার

নিজস্ব প্রতিবেদক

জনগণ চায় ভোটে নির্বাচিত সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এই ‘ডামি নির্বাচন’-এর মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করলে সেটি হবে ‘গভর্নমেন্ট অব দ্য ডামি, বাই দ্য ডামি, ফর দ্য ডামি’। কিন্তু দেশের মানুষ পরনির্ভরশীল ‘ডামি সরকার’ চায় না। জনগণ চায় তাদের ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বকারী জবাবদিহিমূলক সরকার। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মঈন খান বলেন, ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে। এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে আজ থেকে দুই দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন তিনি। বলেন, দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায় বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। মঈন খান বলেন, ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’-এ সারা দেশে এমন অসংখ্য ভোট কেন্দ্র ছিল, যেসব কেন্দ্রে সারা দিনে একটি ভোটও পড়েনি কিংবা হাতে গোনা কয়েকটি ভোট পড়েছে। তার মধ্যে খাগড়াছড়ি পার্বত্য আসনের ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। সরকার কেন্দ্রে ভোটার উপস্থিতির হার বাড়াতে অপকৌশলের আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ নিজেদের মধ্যে ‘ডামি প্রার্থী’ দাঁড় করিয়ে কৃত্রিম প্রতিযোগিতা করেও কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে পারেনি। জনগণ ভোট বর্জন করে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, এই সরকার আর এই নির্বাচন কমিশন সবই ভুয়া। তিনি ‘স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন প্রত্যাখ্যান’ করায় বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান।

সর্বশেষ খবর