মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ছয় কারখানায় ছুটি ঘোষণা

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। ঘটনার পর শ্রমিক আন্দোলন এড়াতে পার্শ্ববর্তী ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে গতকাল সকালে টঙ্গীর বিসিক এলাকার সুমি অ্যাপারেলস লিমিটেড ও দিশারী ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানার কয়েক হাজার শ্রমিক গত শনিবার কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন নতুন মজুরিতে পরিশোধ করার দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে রাজি না হয়ে কারখানার লে-অফ ঘোষণা করেন।  পরে গতকাল সকালে ওই দুই কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা কারখানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করার লক্ষ্যে পাশের কারখানার শ্রমিকদের অংশগ্রহণ করার অনুরোধ জানান। পরে পাশের ত্রিভলী অ্যাপারেলস লিমিটেড, জিন্স অ্যান্ড পোলো, রেডিসন গার্মেন্টস লিমিটেড, আর বি এস ফ্যাশন অ্যাপারেলস লিমিটেড, বেলিসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেট্রিয়ট ইকো গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরে তাদের দাবি নিয়ে ঢাকার বিজিএমইএ ভবনে যান।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, সকালে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর