মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়

বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। এ সরকার পদত্যাগ করতে হবে। তবেই দেশ ও জাতির জন্য কল্যাণ হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে নেতারা আরও বলেন, সরকার ভোটারবিহীন নির্বাচন করেছে। এতে অধিকাংশ জনগণ অংশগ্রহণ করেনি। মানুষের বাসায় বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে ও বিভিন্নভাবে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অনেক কেন্দ্রে সহিংসতা ও মারধরের ঘটনা ঘটেছে। এমনকি মানুষ নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। সরকার দলীয় লোকজন অন্য প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তারা বলেন, জনগণ একতরফা প্রহসনের নির্বাচন বর্জন করেছে। প্রমাণিত হয়েছে এ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।

 

 

সর্বশেষ খবর