বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ধামরাইয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সরকারি ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর রেডিসন গার্মেন্ট কারখানার শ্রমিকরা গতকাল দুপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

শ্রমিকরা জানান, কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছেন। কিছু দিন আগে সরকার শ্রমিকদের নতুন বেতন গ্রেড ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি না করায় আমরা মহাসড়ক অবরোধ করছি। কয়েক দিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও তারা কোনো কর্ণপাত করছেন না। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এ বি এম রাশেদুল বারী জানান, আমরা কারখানার মালিকদের সঙ্গে শ্রমিকদের সমঝোতার চেষ্টা করছি। এ ব্যাপারে রেডিসন কারখানার কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর