শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, ৭ জানুয়ারি দেশে তামাশার নির্বাচন হয়েছে। তফসিল থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত সবকিছুতে জাতির সঙ্গে তামাশা হয়েছে। কেন্দ্রে প্রকৃত ভোটারের গড় উপস্থিতি একেবারেই কম ছিল। পিঠা ভাগাভাগির এ নির্বাচনে সরকারি দল নিজেদের মধ্যেও ভাগাভাগি সুষ্ঠুভাবে করতে পারেনি। যার কারণে স্বতন্ত্র বা ডামি প্রার্থীরা হাই কোর্টে পর্যন্ত রিট করেছেন, নির্বাচন বয়কট করেছেন। তিনি বলেন, জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করে ভুল করেনি। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল জলিল, মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আবদুল হাফিজ খসরু।

 

সর্বশেষ খবর