শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হঠাৎ বেড়েছে ছিনতাই কেড়ে নিচ্ছে প্রাণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। ছিনতাইয়ে বাধা দিলে প্রাণ কেড়ে নিচ্ছে দুর্র্বৃত্তরা। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় একের পর এক ছিনতাই ঘটলেও প্রশাসনের নেই তৎপরতা। ফলে বেড়েই চলেছে ছিনতাই। ছিনতাইয়ের কবলে পড়ে কেউ সর্বস্ব হারাচ্ছে, কারও প্রাণ যাচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি। সরেজমিনে ঘুরে জানা যায়, টঙ্গীতে হঠাৎ বেড়েছে চুরি, ছিনতাই, মাদক কারবারসহ নানা ধরনের অপরাধ। গত বুধবার ভোররাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে নয়ন মৃধা (৩৬) নামে এক পোশাককর্মী। এ ছাড়া আমতলী, নিমতলী, তিস্তার গেট রেললাইন, বনমালা রেললাইন, হায়দরাবাদ রেলব্রিজ, টঙ্গী নদীবন্দর, আবদুল্লাহপুর ব্রিজ, হকের মোড়, মধুমিতা, আউচপাড়া, হোসেন মার্কেট, বাঁশপট্টি, গাজীপুরা সাতাইশ, প্রত্যাশা ব্রিজসহ বিভিন্ন স্পটে ছিনতাই ঘটছে। পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় আসে না। এ বিষয়ে স্থানীয়রা বলছেন, থানা পুলিশ অন্য কাজে ব্যস্ত থাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার, সন্ত্রাস বেড়ে গেছে। পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘নয়ন হত্যায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিদিন তিন-চারজনকে ধরে জেলহাজতে পাঠাচ্ছি, কিন্তু জামিনে এসে আবার শুরু করে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সর্বশেষ খবর