রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নির্বাচন-পরবর্তী সহিংসতা

সাবেক এমপির গাড়ি বহরে হামলা পিএসকে মারধর-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সদ্য সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের লোকজন জড়িত বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার সন্ধ্যায় জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। তিনি জানান, শুক্রবার বিকালে সাবেক এমপি এবাদুল করিম বুলবুলসহ আমরা সলিমগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বসি। সন্ধ্যায় সাবেক এমপির গাড়িবহর বাজার অতিক্রমের সময় কিছুটা যানজটের সৃষ্টি হলে মমিনুল হক সাঈদের লোকজন সেখানে হামলা চালায়। এ সময় তারা সাবেক এমপির গাড়িতে ঢিল ছুড়ে। এতে সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাইফুর রহমান সোহেলসহ দুজন আহত হন। পাশাপাশি সোহেলের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, ‘সাবেক এমপি এবাদুল করিম বুলবুল এবং অভিযুক্ত এ কে এম মমিনুল হক সাঈদের বাড়ি একই এলাকায়। এর আগে বুলবুল ও সাঈদের সমর্থকদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে।’ এ বিষয়ে মমিনুল হক সাঈদ বলেন, ‘সোহেল এলাকার অনেক মানুষের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিতেন। তারা সোহেলের গাড়িতে হামলা চালায় এবং তাকে কিলঘুসি মারে। নবনির্বাচিত এমপি ফয়জুর রহমান বাদল জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি ওসিকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

আমি কাউকেই কখনো প্রশ্রয় দেব না। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সর্বশেষ খবর