রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাত তলা থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পান্থপথে একটি ভবনের সাত তলা থেকে পড়ে হামিদা রহমান (৬৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ও কোমরে শাড়ি বেঁধে নিচে নামতে গেছিলেন হামিদা রহমান। এ সময় শাড়ি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার রাত সোয়া ১২টায় পান্থপথ গ্রিন রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হামিদা রহমান। এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। গতকাল ঢামেকে হামিদা বেগমের ছেলে মশিউর রহমান ফাহিম জানান, গত দুই বছর আগে তার বাবা মারা যান।

এরপর থেকেই তার মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করানো হচ্ছিল। এর আগে একবার একাই বাসা থেকে বেরিয়ে গেছিলেন। বাসায় থাকতে চাইতেন না তিনি। শুক্রবার রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর ভবনের নিচ থেকে খবর পান তার মা নিচে পড়ে গেছেন। তখন তারা ভবনটির নিচে একটি বাথরুমের ছাদের ওপরে তার মায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা থানায় খবর দেন। কলাবাগান থানার এসআই নার্গিস আক্তার জানান, স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই নারী। বারান্দার গ্রিলের সঙ্গে শাড়ি বেঁধে এবং শাড়ির এক পাশ নিজের কোমরে বেঁধে সেখান দিয়ে নিচে নামার চেষ্টা করছিলেন।

তখন শাড়ি ছিঁড়ে তিনি সপ্তম তলা থেকে ভবনটির নিচে এক তলা একটি বাথরুমের ছাদের ওপর পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর