রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জ্বালাও-পোড়াও না করার আহ্বান গণফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গণফ্রন্ট চেয়ারম্যান জাকির হোসেন। তিনি বলেন, জ্বালাও-পোড়াও দেশ ও জনগণের কারোর জন্যই মঙ্গলজনক নয়। গতকাল রাজধানীর তোপখানায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি একথা বলেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জাকির হোসেন বলেন, গণফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম গাইবান্ধা-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। শরিফুলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়ম এসেছে। শরিফুলকে দলকে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রত্যাশা নতুন মন্ত্রিসভা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর