বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মৃত্যুবার্ষিকী

মৃত্যুবার্ষিকী

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া

নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ইসমাইল মিয়া স্মৃতি সংসদ বাতাকান্দি বাজার জামে মসজিদে আজ বাদ আসর কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। জাসদের রাজনীতিতে জড়িত ইসমাইল মিয়া ছিলেন জনকল্যাণে নিবেদিতপ্রাণ। ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর জানান, আজ বেলা ১১টায় সেনবাগ উপজেলা পরিষদ মসজিদ কমপ্লেক্সে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন শুরু হবে। অনুষ্ঠানে মরহুমের গুণমুগ্ধ শুভার্থীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাইয়ের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজ বাদ আসর তেজগাঁও শাহপন্থি শাহ মাজার হেফজ ও এতিমখানায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু জানান, ঢাকার কর্মসূচি ছাড়াও ফেনীর পরশুরাম উপজেলার উত্তর সলিয়া মজুমদারবাড়ি হেফজ ও এতিমখানা, মরহুমের নিজ বাড়ি ফেনীর সোনাগাজীর বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর