শিরোনাম
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি, এমপি মন্ত্রীরা বৈধ নয় : জাগপা

নিজস্ব প্রতিবেদক

১২-দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপা সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনে ৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা বৈধ নয়। যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি, বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি সে নির্বাচনকে আওয়ামী লীগ বৈধ ঘোষণা করলেও জনগণ এ সরকারকে অবৈধ ঘোষণা করে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের নামে প্রহসন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে। ‘নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি’তে গতকাল পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত বকুলতলা মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পঞ্চগড় জেলা জাগপার সভাপতি আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম কাচ্চু, নাজমুল ইসলাম কাজল, মাহফুজার রহমান, নজরুল ইসলাম বাবলু, জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর