শিরোনাম
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে রং ও কাঠের গুঁড়া মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার একটি মসলা তৈরির কারখানা থেকে ক্ষতিকর রং, কয়লা, কাঠের গুঁড়া এবং অত্যন্ত নিম্নমানের ভুসি মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়। এগুলো ব্যবহার করে কারখানায় হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক। এ সময় কারখানার মালিক বাচ্চু মিয়াসহ চার শ্রমিককে আটক করা হয়। অভিযানে বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা ও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাস সামনে রেখে অধিক মুনাফালাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করে থাকে।

এ বছর রমজানে চট্টগ্রামে যেন এ রকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয়, সে বিষয়ে প্রশাসন আগে থেকেই কঠোর নজরদারি শুরু করেছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর