শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ৪০ সোনার বার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০ পিস সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। সোনার বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি। জব্দ করা এই সোনার আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

ডিসিএইচ সূত্র জানায়, গতকাল সকালে বাংলাদেশ বিমানের ওমানের মাসকাট থেকে আসা বিজি-১২২ ফ্লাইটে অবৈধভাবে সোনা বহনের খবর পেয়ে বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেন কাস্টমস কর্মকর্তারা। ফ্লাইটটি অবতরণের পর বিমানের টয়লেটের ছাদে বিশেষ কায়দায় লুকানো ৪০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সোনার বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর