শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় এশায়াত সম্মেলনে দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

কাগতিয়া আলীয়া গাউসুল আজম দরবার শরীফ আয়োজিত এশায়াত সম্মেলনে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। বিপুল সংখ্যক নবীপ্রেমিকের উপস্থিতিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেটের সামনের ময়দানে গতকাল অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুনিরীয়া তবলিগ কমিটির সহ-সভাপতি ড. আবুল মনসুর। প্রধান অতিথি ছিলেন কাগতিয়া মোর্শেদে আজম। প্রধান বক্তা ছিলেন মুনিরীয়ার মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।

মোর্শেদে আজম তাঁর ভাষণে সমাজ, দেশ ও বিশ্বে শান্তি সুপ্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী (সা.) নির্দেশিত সৌহার্দ্য-সম্প্রীতি, উদারতা-সহমর্মিতা, মানবতা ও ভালোবাসার পথ আঁকড়ে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদারেছীনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন সরকার ছালেহী, মুনিরীয়ার কানাডা শাখার সভাপতি মীর মুহাম্মদ কায়কোবাদ, প্রফেসর ড. জালাল আহমেদ। বক্তৃতা করেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর