রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জ্বালানির অভাবে কারখানা বন্ধ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব : ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, প্রয়োজনীয় জ্বালানির অভাবে শিল্প-কারখানা বন্ধ হওয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি অস্বীকার করা যাবে না। স্বল্পতম সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করা প্রয়োজন। গতকাল ডিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ডিসিসিআই সিনিয়র সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, আমাদের অর্থনীতি বর্তমানে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, খেলাপি ঋণ, পুঁজিবাজারে অস্থিতিশীলতা, ব্যালেন্স অব পেমেন্ট এবং টাকার অবমূল্যায়ন প্রভৃতি সমস্যার মুখোমুখি হচ্ছে। তবে বাংলাদেশের এ ধরনের সমস্যাগুলো বেশ সফলতার সঙ্গে মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। আশা করছি পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো বেশ সফলতার সঙ্গেই মোকাবিলা করে অর্থনীতির কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাব। একই সঙ্গে ঘোষিত মুদ্রানীতি সমর্থন করে বলেন, এ মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং ব্যালেন্স অব পেমেন্টের স্থিতিশীলতা আনায়নে সহায়ক হবে। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের আমদানি বিকল্প শিল্পের উন্নয়নে সিএমএসএমই-সহ স্ট্যার্ট উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির সুবিধা সম্প্রসারণ করতে হবে। ভেঞ্চার ক্যাপিটাল কার্যক্রম বাড়াতে হবে।

এ ছাড়া পুঁজিবাজারে লেনদেন অবকাঠামো (ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার) এবং অংশগ্রহণ বাড়াতে অলটারনেটিভ ট্রেড বোর্ড (এটিবি) ব্যবহার আরও বাড়ানোর প্রস্তাব করেন।

সর্বশেষ খবর