রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নালিতাবাড়ীতে ওয়াকফকৃত জমি নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষে আহত ৩৩

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মাদরাসায় ওয়াকফকৃত জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে। গতকাল উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে গোল্লারপাড় ইবতেদায়ি মাদরাসার নামে ওই এলাকার মৃত ছাবেদ আলী, সফর উদ্দিন ও নীল মাহমুদ ১ একর ৫ শতাংশ জমি ওয়াকফ করে দেন। পরবর্তীতে ইবতেদায়ি মাদরাসা বিলুপ্ত হওয়ায় ওয়াকফকৃত সম্পত্তি দাতার ওয়ারিশরা ভোগদখল করে আসছিল। ২০১৪ সালে গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমি মাদরাসা নামে নতুন একটি মাদরাসা প্রতিষ্ঠিত হলে ওই সম্পত্তি এ মাদরাসার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এ অবস্থায় গোল্লারপাড় জামে মসজিদ কমিটি গঠন নিয়ে সমস্যা দেখা দিলে ওয়াকফকৃত সম্পত্তি ওই কওমি মাদরাসার কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কওমি মাদরাসার সভাপতি সাবেক চেয়ারম্যান উসমান গনি ও সাধারণ সম্পাদক হাফেজ আলীর মধ্যে বিরোধ বাধে। এ ঘটনায় গতকাল সকাল ৯টার দিকে সভাপতি উসমান গনির নেতৃত্বে কয়েক শ লোক সাধারণ সম্পাদক হাফেজ আলী ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এ সময় চারটি দোকানঘর, চারটি বসতবাড়ি ও তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়। হামলাকালে উভয় পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ ৩৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলেও গুরুতর আহত মামুন, আজাদ, মাসুদ ও বাক্কি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঞা জানান, এ ঘটনায় উভয় পক্ষের আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ এখনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর