রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নওয়াব ফয়জুন্নেসার ব্যবহৃত জিনিসপত্র জাদুঘরে হস্তান্তর

লাকসাম প্রতিনিধি

মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল নওয়াব ফয়জুন্নেসার বংশধররা জাতীয় জাদুঘরের উপপরিচালক নাছির উদ্দিন আহমেদ খানের কাছে এসব জিনিসপত্র হস্তান্তর করেন। এসব জিনিসপত্র কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও নওয়াব ফয়জুন্নেসা জাদুঘরে সংরক্ষণ করা হবে।

জিনিসপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর বংশধর ফজলে হাসান চৌধুরী আয়াজ, কানিজ ফাতেমা চৌধুরী সীমা, আইনুন নিশাত তাজওয়ার, রূপসা জমিদার বাড়ির সাজ্জাদ মাইনুদ্দিন হাসান, সৈয়দা বিলকিস আরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওয়াব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন, সাংবাদিক-কলামিস্ট এম এস দোহা, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক সভাপতি সাংবাদিক আবদুল কুদ্দুসসহ আরও অনেকে।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর বংশধররা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহীয়সী নারীর ব্যবহৃত অনেক মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে। পর্যায়ক্রমে এসব জিনিসপত্র জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর