মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্দলীয়ভাবে উপজেলা নির্বাচন দাবি গণফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে করার দাবি জানিয়েছে গণফ্রন্ট। একই সঙ্গে আগামী উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন করে দেশের নির্বাচনে উৎসবের রং লাগানো এবং ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের প্রতিনিধি বাছাই করার স্বাধীনতা উপভোগ করতে দেওয়ার আহ্বান জানানো হয়। গতকাল পল্টনের গণফ্রন্ট কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান জাকির হোসেন। বৈঠকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গণফ্রন্টের অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে পার্টির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন যখন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হতো, তখন স্থানীয়ভাবে জনপ্রিয়, প্রভাবশালী অরাজনৈতিক ব্যক্তিরাও নির্বাচনে অংশ নিতেন। এভাবে শিক্ষক, আইনজীবী, সমাজকর্মীদের স্থানীয় সরকারে অবদান রাখার সুযোগ ছিল।

দলীয় প্রতীকে নির্বাচনের বিধান করার পর থেকে রাজনীতির বিষ ছড়িয়ে পড়ে তৃণমূলেও। ফলে হারিয়ে যায় অরাজনৈতিক সামাজিক শক্তি।

সর্বশেষ খবর