বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ডামি ভোটের পর বিরোধী দল সংকটে সরকার। এখন বিরোধী দল কে হবে তাও নির্ধারণ করছে তারা। জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা প্রহসনের ডামি নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজারে আগুন। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ।

গতকাল পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আবদুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ খবর