বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে গাউসুল আযম মাইজভান্ডারীর ওরসে আশেক-ভক্তের ঢল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লাখো আশেক-ভক্তের অংশগ্রহণে তরিকা-ই-মাইজভান্ডারীর প্রবর্তক গাউসুল আযম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর ১১৮তম ওরস চট্টগ্রামের মাইজভান্ডার শরিফে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দরবার-ই গাউসুল আযম মাইজভান্ডারীর প্রপৌত্র ও উত্তরাধিকারী এবং অছিয়ে গাউসুল আযম শাহ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারীর জ্যেষ্ঠ ছেলে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। আগের দিন বাদ আসর থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। রাতে মাইজভান্ডারী মরমি গোষ্ঠীর শিল্পীরা শামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন। মধ্যরাতে কেন্দ্রীয় মিলাদ মাহিফল ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভান্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)।

সর্বশেষ খবর