বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হানাহানিমুক্ত উপজেলা নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও হানাহানিমুক্ত করার দাবি জানিয়েছেন গণফ্রন্ট চেয়ারম্যান জাকির হোসেন। গতকাল পল্টনের গণফ্রন্ট কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে গণফ্রন্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়। বৈঠকে বলা হয়, স্বাধীনতার দীর্ঘসময় পর জাতি আর নির্বাচন নিয়ে রক্তপাত দেখতে চায় না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ধারাবাহিকতা চায়।

গণফ্রন্ট চেয়ারম্যান জাকির হোসেন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় সরকার নির্বাচন যখন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হতো, তখন স্থানীয়ভাবে জনপ্রিয়, প্রভাবশালী অরাজনৈতিক ব্যক্তিরাও নির্বাচনে অংশ নিতেন। দলীয় প্রতীকে নির্বাচনের বিধান করার পর থেকে রাজনীতির বিষ ছড়িয়ে পড়ে তৃণমূলেও।

সর্বশেষ খবর