রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জনগণের চাহিদায় দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হওয়াটা জনগণের চাহিদা। এ জন্যই জনগণের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলে দেশের জন্য ভালো হবে। উপজেলা নির্বাচন যখন আগে হতো তখনো তো উনারা ছিলেন। বিএনপি যখন আগে দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন করেছিল তখন কি তাদের নৈতিক পরাজয় হয়েছিল? এগুলো তাদের উদ্ভট কথা। এর উত্তর দেওয়ার প্রয়োজন হয় না।

গতকাল কসবা পৌর শহরে আইনমন্ত্রীর মায়ের নামে নবনির্মিত জাহানারা হক পাবলিক লাইব্রেরির ভবন ও কসবা পৌরসভার বাস্তবায়িত ২০টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের উদ্বোধন শেষে প্রতীকবিহীন নির্বাচন আওয়ামী লীগ সরকারের আরেকটি নৈতিক পরাজয় বিএনপি নেতা মঈন খানের এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় আইন সচিব গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল মেয়র আবদুল আজিজসহ দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর