রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় শিক্ষা কারিকুলাম ও ট্রান্সজেন্ডার নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা কারিকুলাম ও ট্রান্সজেন্ডার নিয়ে সংবাদ সম্মেলন এবং ঢাকায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ঢাকার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ট্রান্সজেন্ডার মতবাদ ইমান বিধ্বংসী অভিশপ্ত এক মতবাদ। এ মতবাদ কোনোভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতি জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী প্রমুখ।

সর্বশেষ খবর