সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামের কাগতিয়ায় সালানা জলসা সম্পন্ন

চট্টগ্রামের কাগতিয়া এশায়াতুল উলুম কামিল এমএ মাদরাসার ৮৮তম সালানা জলসায় বক্তারা বলেছেন, দ্বীন ইসলামের প্রচার-প্রসারে জ্ঞান অন্বেষণের বিকল্প নেই। দ্বীনের জ্ঞান হলো নবীগণের রেখে যাওয়া খোদায়ী উপহার-সদৃশ। আলেমরা নবীদের উত্তরাধিকারী। নবীগণ দিনার ও দিরহাম রেখে যাননি বরং তাঁরা উত্তরাধিকার হিসেবে ইলম রেখে গেছেন। শনিবার বিকালে চট্টগ্রামের বায়েজিদে কাগতিয়া এশায়াতুল উলুম কামিল এমএ মাদরাসার মহানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত জলসায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সালানা জলসায় বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশীদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ার‌্যম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা, মুনিরীয়া যুব তবলিগ কমিটির কানাডা শাখার সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ। পরে মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর