শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাঙামাটির সাজেকে রিসোর্টে আগুন

রাঙামাটি প্রতিনিধি

দেশের বিখ্যাত পর্যটন স্থল রাঙামাটির সাজেকে হঠাৎ আগুনে পুড়ে গেছে কয়েকটি রিসোর্টসহ অন্যান্য স্থাপনা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অক্ষত রয়েছেন পর্যটকরা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয়রা শীত নিবারণের জন্য শুকনো পাতা ও কাঠে আগুন জ্বালায়। এ সময় বাতাসের কারণে আগুন মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় পর্যটকদের মেঘছোয়া, ফড়িংগি রিসোর্টসহ স্থানীয় ভুবন ত্রিপুরার বাড়ি এবং একটি দোকান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় আহত কিংবা মৃত্যুর খবর পাওয়া যায়নি। সাজেক কটেজ মালিক সমিতির সহসভাপতি চাই থুয়াং অং চৌধুরী জয় জানান, অসচেতনতার কারণে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত রিসোর্টের পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর