শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সীমান্ত পেরিয়ে গরু খাওয়া চিতা বাঘের শেষ রক্ষা হলো না

পঞ্চগড় প্রতিনিধি

সীমান্তের ওপার থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় এলাকায় ঢুকে পড়েছিল একটি চিতা বাঘ। এটি স্থানীয় কৃষকের গরু খেয়ে ফেলেছিল। কিন্তু সেই গরুর অবশিষ্ট অংশ খেতে এসে নিজের মৃত্যু ডেকে এনেছে বাঘটি। গতকাল মৃত চিতা বাঘটিকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনা সম্পর্কে জানা গেছে, গভীর রাতে দাড়খোড় সীমান্ত দিয়ে আসা চিতা বাঘের হামলায় স্থানীয় কৃষকের একটি গরু মারা যায়। প্রথম দফায় গরুর অর্ধেক খেয়ে চলে যায় বাঘটি। এদিকে গরুর মালিক ধারণা করেন, শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে। তখন তিনি শিয়ালকে পাকড়াও করতে মৃত গরুর দেহে বিষ মিশিয়ে রাখেন। এ অবস্থায় পরের রাতে আবারও গরুর বাকি অংশ খাওয়ার জন্য বাঘটি ফিরে আসে। বিষ মাখা গরুর মৃত দেহ খাওয়ার পর বাঘটি ফিরে যাওয়ার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীর কাছে গিয়ে মারা যায়।

গতকাল সকালে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে বাঘটিকে উদ্ধার করে। মৃত বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর