সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এপ্রিলের শেষে চার ধাপে উপজেলা নির্বাচন হবে

-ইসি আহসান হাবিব খান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, এপ্রিলের শেষ দিকে চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সে কারণে রাজনৈতিক দলগুলোসহ সবাইকে নির্বাচনের জন্য আহ্বান জানানো হবে।

গতকাল তিনি খুলনার ফুলতলায় ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করার সময় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, এবার উপজেলা পরিষদ নির্বাচন কোনো প্রকার দলীয় প্রতীকে হবে না। এটা করতে হলে আইনের পরিবর্তন করতে হবে। এর আগে তিনি ফুলতলা উপজেলার রি-ইউনিয়ন স্কুল প্রাঙ্গণে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন।

 অনুষ্ঠানে অতিথি ছিলেন আইডিইএ-এর প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।

সর্বশেষ খবর