সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের সভাপতিত্বে জাতিসংঘের তিন সংস্থার অধিবেশন সমাপ্ত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের সভাপতিত্বে ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর পাঁচ দিনব্যাপী প্রথম নিয়মিত অধিবেশন শেষ হয়েছে ২ ফেব্রুয়ারি। এতে সভাপতিত্ব করেন নির্বাহী বোর্ড সদস্য বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।

সমাপনী বক্তব্যে মুহিত বলেন, বিশ্বব্যাপী চলমান সংকটের অবসানে ঐক্যবদ্ধভাবে কাজের লক্ষ্যে কয়েক বছর ধরেই আমরা যে চেষ্টা করেছি তা সাড়া সর্বত্র জাগিয়েছে। সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা অসহায় মানুষের জন্য সহায়তার দিগন্ত জোরদারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়িত করার সংকল্পও অধিবেশনে উচ্চারিত হয়েছে, যা খুবই স্বস্তিদায়ক।

অধিবেশন চলাকালীন জাতিসংঘের তিনটি সংস্থার প্রধান আচিম স্টেইনার (ইউএনডিপি প্রশাসক), নাটালিয়া কানেম (ইউএনএফপিএ নির্বাহী পরিচালক), জর্জ মোরেরা দা সিলভা (ইউএনওপিএস নির্বাহী পরিচালক) বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তারা সবাই জটিল অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে থাকার এবং জনগণের জন্য কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ খবর