সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ডিশ লাইনের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নিতে হবে। মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। আর উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি, দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে। আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে হুমকি হবে এমন কিছু করতে দেওয়া হবে না। গতকাল ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবার ডিজিটালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। ওটিটি প্ল্যাটফরম বা প্রযুক্তির নতুন নতুন যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। সভায় কোয়াব প্রতিনিধিরা বলেন, ক্যাবল অপারেটররা প্রস্তুত থাকার পরও এ খাত এখনো ডিজিটালাইজড হয়নি। অপারেটরদের ইন্টারনেট ব্যবসা থেকেও বিরত রাখা হয়েছে। এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তারা ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধি সংস্কারের দাবি জানান।

সর্বশেষ খবর