সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচন বন্ধে এসওএসবির অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদক

সোসাইটি অব সার্জেন্স অব বাংলাদেশের (এসওএসবি) নির্বাচনকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে। গত ডিসেম্বরে সংগঠনের এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছু সদস্যের বাধার কারণে সেটা হয়নি। এরপর নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের অফিসে হামলার ঘটনা ঘটেছে। গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মো. শাহ আলম, সদস্য অধ্যাপক ডা. কাজল ও অধ্যাপক জোয়ারদার সংগঠনের সব সদস্যের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তারা উল্লেখ করেন, ৩১ জানুয়ারি দুপুর ২টার সময় নির্বাচন কমিশন থেকে বাছাইকৃত সর্বসম্মতিক্রমে যে তালিকা দেওয়া হয়েছে সেটাই চূড়ান্ত। সোসাইটি অব সার্জেন্সের অফিসে ঢুকে কতিপয় চিকিৎসক জোরপূর্বক অফিস সহকারীকে জিম্মি করে, তাদের মনগড়া একটি লিস্ট তৈরি করে নির্বাচন কমিশনের স্বাক্ষর নকল করে যে লিস্ট দিয়েছে ওটা ভুয়া। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই লিস্টের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে গঠনতন্ত্র মোতাবেক তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি বলে আমরা মনে করছি।

সর্বশেষ খবর