সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের বিষয়ে ল্যাবএইডের বক্তব্য

২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন-এ ‘চিকিৎসক আহত ওষুধ প্রতিনিধির হামলায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত বক্তব্য জানিয়েছে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এতে বলা হয়েছে- শরীয়তপুর ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোম্পানির ওষুধ চিকিৎসাপত্রে না লেখায় কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) চিকিৎসকের ওপর হামলা করেছেন উল্লেখ করে ওই খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনা ব্যক্তিগত কারণে বলে আমরা জেনেছি। এখানে ল্যাবএইড ফার্মার কোনো সংশ্লিষ্টতা নেই।

প্রতিবেদকের বক্তব্য : চিকিৎসকের ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক জুলহাস মাদবর ও ল্যাবএইড ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম এবং ভুক্তভোগী চিকিৎসকের বক্তব্য উল্লেখ করে এ সংবাদ প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর