বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
টাঙ্গাইল শাড়ি

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল শাড়ির বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

গতকাল শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদফতরের মহাপরিচালক বরাবর মেইল করে এ আবেদন করা হয়। মন্ত্রণালয় আবেদনটি ইতোমধ্যে গ্রহণ করেছে বলে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম সাংবাদিকদের জানান। তিনি বলেন, আমাদের গর্ব টাঙ্গাইল শাড়ি প্রকৃতপক্ষে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা তিন মাস ধরে টাঙ্গাইল শাড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের জন্য ডকুমেন্টেশন কার্যক্রম চালিয়ে আসছি। আজ আমরা আবেদন করেছি।

মূলত শাড়িটির ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা ও আড়াইশ বছরের ইতিহাসের তথ্য সংগ্রহ করে ডকুমেন্টেশন তৈরি করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

তিনি বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পাওয়ার পর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন-ওয়াইপোতে তাদের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করা হবে। ভারত টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল নামে যে জিআই স্বীকৃতি পেয়েছে, এটি বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।

সর্বশেষ খবর