শিরোনাম
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার আদায় সম্ভব’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সব অধিকার আদায় ও সংরক্ষণ সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই এসব সম্ভব। ইসলামী সমাজ এ লক্ষ্যে কাজ করে চলেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রাজনৈতিক সহিংসতার কারণ এবং এ থেকে উত্তরণের উপায়’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় মো. আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল বক্তব্য রাখেন।

সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে রয়েছে ২ মার্চ  বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ, ৩ মার্চ বিকাল ৩টায় মিরপুর ১ নম্বর সেকশন, চিড়িয়াখানা রোড, ঈদগাহ মাঠে সমাবেশ। দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা এবং দেশের বিভিন্ন অঞ্চলে আটটি সদস্য ও সুধী সম্মেলন ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ, ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর, ১৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ, ২১ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি বগুড়া, ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ও ২৭ ফেব্রুয়ারি টঙ্গীতে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর